এএফসি অনুর্ধ্ব ২৩ এশিয়ান চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বে অংশ নিতে বর্তমানে উজবেকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ যুব ফুটবল দল। গতকাল উজবেকিস্তান পৌঁছে সন্ধ্যায় অনুশীলন করেছে মারুফুল হকের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে কুয়েত অনুর্ধ্ব ২৩ দলের মুখোমুখি হবে তারা।
প্রথম ম্যাচেই ভালো করতে প্রত্যাশি বাংলাদেশ দলের ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। কুয়েতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চান তিনি। জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি প্রিমিয়ার লিগে খেলা ফুটবলাদের সমন্বয়ে গড়া এই দল সর্বোচ্চটা দিবে বলেই আশাবাদী সুফিল।
সুফিল বলেন, ‘আমরা পাঁচ-ছয় জন জাতীয় দলের খেলোয়াড় আছি, এছাড়া যারা নতুন এসেছে তাদের অধিকাংশই প্রিমিয়ার লিগ খেলেছে। সবাই আত্মবিশ্বাসী। ইনসাআল্লাহ কুয়েতের সাথে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
তবে উজবেকিস্তানের ঠান্ডা কিছুটা অস্বস্তিতে ফেলছে বাংলাদেশ দলকে। এই বিষয়ে সুফিল বলেন, ‘এখানে আবহাওয়াটা একটু ঠান্ডা। আমাদের একটু তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে, যেহেতু আমাদের হাতে সময় খুব কম।’
বাছাইপর্বে গ্রুপ ডি তে অবস্থান করছে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল। ২৭ অক্টোবর কুয়েতের বিপক্ষে খেলবে তারা। এরপর ৩০ অক্টোবর স্বাগতিক উজবেকিস্তান ও ২ নভেম্বর সৌদি আরবের যুবাদের বিপক্ষে লড়বে মারুফুল হকের শিষ্যরা।