বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চলতি মাসে ঢাকায় এএফসি ‘এ’ লাইসেন্স কোচিং কোর্সের আয়োজন করতে যাচ্ছে। এই কোর্সে সাবেক তারকা ফুটবলারদের পাশাপাশি বর্তমান ফুটবলাররাও অংশ নিচ্ছেন। কোর্স পরিচালনার জন্য আসবেন বিদেশি কোচ এবং স্থানীয় বিশেষজ্ঞরা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এই কোর্সে অংশগ্রহণ করবেন। সাধারণত, ফুটবলাররা ক্যারিয়ার শেষে কোচিং প্রশিক্ষণে যুক্ত হন। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এলিট কোচিং প্রোগ্রামের আওতায় জামাল ভূঁইয়া খেলোয়াড়ি জীবনেই এ লাইসেন্স কোর্সে অংশ নিচ্ছেন।

জামাল ভূঁইয়ার সঙ্গে এই কোর্সে থাকছেন ওয়ালী ফয়সাল, শাহেদ আলম, তৌহিদুল আলম সবুজসহ অন্যান্যরা। কোর্সটি দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব চলবে ১৮-৩০ জানুয়ারি। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে দুই মাস পর।

এই কোর্সে অংশগ্রহণকারীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা। তবে এলিট প্রোগ্রামের আওতায় থাকা জামাল ভূঁইয়াদের জন্য এই ফি আগেই পরিশোধ করা হয়েছে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর তত্ত্বাবধানে এই কোর্স পরিচালিত হবে। কোর্স ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন সাবেক জাতীয় ফুটবলার ও এএফসি প্রো লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টু।

Previous articleম্যাচ আয়োজনে আবারো ব্যর্থ নারী কমিটি
Next articleশিলংয়ে হতে পারে ভারত-বাংলাদেশ লড়াই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here