বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অস্কার ব্রুজনের জায়গায় এবার স্থলাভিষিক্ত হলেন পর্তুগিজ কোচ মারিও লেমোস। গত সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে বাংলাদেশ ফুটবল দলের প্রধান প্রশিক্ষক জেমি ডে’কে দুই মাসের জন্যে অব্যহতি দেয় বাফুফে। এরপর মালদ্বীপে অনুষ্ঠিত ‘সাফ চ্যাম্পিয়নশীপ-২০২১’ কে সামনে রেখে জেমি ডে’র জায়গায় অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বে আসেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন।

সাফ চ্যাম্পিয়নশীপে ব্রুজনের নেতৃত্বে বেশ ভালো ফলাফল দেখিয়েছে বাংলাদেশের ফুটবলারা। অঘোষিত সেমিফাইনালে নেপালের বিপক্ষে রেফারির এক ভুল সিদ্ধান্তই সব শেষ করে দেয়। ফলে এক যুগেরও বেশী সময় ধরে অপেক্ষারত ফাইনাল আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। বাংলাদেশের পরবর্তী টুর্ণামেন্টে হলো আগামী নভেম্বরে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চারজাতি টুর্ণামেন্টের সময়ই অস্কার ব্রুজনের ব্যক্তিগত কাজের কারণে দলের সাথে থাকতে পারবেন না তিনি।

অস্কার ব্রুজনের পর এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব এসেছেন ঢাকা আবাহনীর কোচ মারিও লেমোস। ২০১৮ সাল থেকে ঢাকা আবাহনীর দায়িত্ব আছেন তিনি। এছাড়া ২০১৭-১৮ তিনি বাংলাদেশ ফুটবল দলের ফিটনেস কোচের দায়িত্বও পালন করেছেন।

নতুন কোচ মারিও লেমোসের দায়িত্ব গ্রহণের প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ বলেন, ‘মারিও লেমোস আবাহনী লিমিটেডের কোচ ছিলেন। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়াতে আছেন। আগামী দুই-একদিনের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন।’

তিনি আরো বলেন, ‘নভেম্বরে শ্রীলঙ্কায় যে ফুটবল টুর্ণামেন্ট আমরা খেলতে যাচ্ছি সেই ফুটবল টুর্ণামেন্টকে সামনে রেখে আমাদের জাতীয় দলের বিভিন্ন কর্মকাণ্ড এবং আমাদের বাংলাদেশ জাতীয় অ-২৩ উজবেকিস্তানে যে খেলতে যাবে এই সকল বিষয় নিয়ে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির একটি মিটিং আছে শনিবার বিকাল তিনটায়,সে মিটিং বাফুফে বাংলাদেশ দলের প্রধান প্রশিক্ষকের নাম অনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।’

অস্কার ব্রুজনের বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক জানান, ‘চারজাতি টুর্ণামেন্টে আমরা যে সময়ে অংশ নিতে যাচ্ছি,ঠিক একই সময়ে অস্কার ব্রুজনের প্রফেশনাল ডিপ্লোমা কোর্সটিকে রিভেলিটেড করার তিন দিনের একটি কোর্স রয়েছে,যেটাতে তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। এছাড়া তার পার্সোনাল কিছু কমিটমেন্ট রয়েছে। ব্রুজন সবকিছু বাফুফেকে জানালে বাফুফে অস্কার ব্রুজনের দায়িত্বটা অন্য কেউকে দেয়ার চেষ্টা করছে।’

Previous articleবাংলাদেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতে চান গ্রান্ট!
Next articleফিফা র‍্যাংকিংয়ে দুইধাপ এগিয়েছে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here