বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠিত বিশেষ কমিটির অনুসন্ধান পর্ব শেষ হয়েছে নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারের সাথে মঙ্গলবারের আলোচনার মধ্য দিয়ে। অভিযোগকারী ১৮ ফুটবলারের সাথে কথা বলার পর কমিটি শেষবারের মতো কথা বলে পিটার বাটলারের সাথে।
মঙ্গলবার বাফুফে ভবনে বিশেষ কমিটির প্রধান ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান জানান,
‘আমরা বৃহস্পতিবারই সভাপতির নিকট প্রতিবেদন উপস্থাপন করব। আগামীকাল সভা হতেও পারে, নাও হতে পারে। সহকারী কোচিং স্টাফ এবং নারী উইংয়ের সঙ্গে প্রয়োজনে আলোচনা হতে পারে। তবে আমরা বৃহস্পতিবার প্রতিবেদন দিচ্ছি এটা নিশ্চিত।’
কমিটি প্রায় ২০-২৫ মিনিট ধরে কোচ পিটার বাটলারের সাথে কথা বলে। এ সময় বাটলার নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং টেকনিক্যাল দিক থেকে খেলোয়াড়দের অভিযোগ খন্ডন করেন। তিনি কয়েকজন নারী ফুটবলারের পারফরম্যান্স ও শৃঙ্খলা নিয়ে পর্যবেক্ষণ প্রকাশ করলেও কারও নাম নির্দিষ্টভাবে উল্লেখ করেননি।
বুধবার দেশে ফেরার কথা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই বিশেষ কমিটি তাদের তদন্ত প্রতিবেদন সভাপতির কাছে জমা দেবে। এরপরই নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।