ইংলিশ কোচ পিটার বাটলার ও বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের ঘটনা এখন দেশজুড়ে বেশ আলোচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম – সব জায়গায়ই এই বিষয়ে আলোচনা চলমান। এই অবস্থার সুরাহা করতে গঠিত বাফুফের বিশেষ কমিটি দুই পক্ষের বক্তব্য শুনে তদন্ত শেষ করেছে এবং আজ (বৃহস্পতিবার) প্রতিবেদন জমা দিয়েছে।
বাফুফে সূত্রে জানা গেছে, ইমরুল হাসানের নেতৃত্বে গঠিত কমিটি আজ সন্ধ্যায় বৈঠক শেষে প্রতিবেদনটি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের দপ্তরে জমা দেয়। তবে দেশে ফিরলেও বাফুফে সভাপতি আজ বাফুফে ভবনে আসেননি, ফলে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, কারও বিরুদ্ধে বড় শাস্তির সুপারিশ করা হয়নি। তবে শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তির মুখে পড়তে পারেন খেলোয়াড়রা। তবে নারী ফুটবলাররা বিদ্রোহ করে যেমন নিয়ম ভেঙেছেন তেমনি কোচ পিটার বাটলারও তদন্ত চলাকালে গণমাধ্যমে কথা বলে শৃঙ্খলা লঙ্ঘন করেছেন। তাই তিনিও শাস্তির মুখে পড়তে পারেন।
প্রতিবেদন জমার পর কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান উপস্থিত সাংবাদিকদের জানান, এক সপ্তাহ কাজ শেষে তারা সভাপতি বরাবর প্রতিবেদন দিয়েছেন। এখন সভাপতির সিদ্ধান্তের অপেক্ষা। ইমরুল হাসান বলেন, ‘শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই কারও ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না, তা সে কোচ হোক বা খেলোয়াড়।’