মোহামেডান ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় বাদল রায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ সহ আরো বিভিন্ন উপসর্গ নিয়ে তিনি আইসিইউতে রয়েছেন। তবে দুঃসংবাদ এলো আরো বড়। বাদল রায়ের যকৃতে ক্যান্সার অস্তিত্ব পাওয়া গিয়েছে। ইতিমধ্যে স্টেজ-৪ এ পৌঁছে গেছে মরণঘাতী রোগটি।
বাদল রায়ের সাবেক সতীর্থ আবদুল গাফফার এক সংবাদ মাধ্যমকে জানা, ‘বাদলের অবস্থা অনেক খারাপ। ডাক্তার সিটি স্ক্যানের পর যকৃতে ক্যানসারের অস্তিত্ব পেয়েছে। সেখান থেকে সুস্থ হওয়া কঠিন বলে দিয়েছে। বিদেশে নিলেও কোনও লাভ হবে না। এখন ওর শরীরে পানিও জমে গেছে মনে হলো। কথা সেভাবে বলতে পারে না। জড়িয়ে যায়। ডাক্তার বলে দিয়েছে বেশিদিন বাঁচানো কঠিন হয়ে পড়েছে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিনবারের সহ-সভাপতি বাদল রায় এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। অসুস্থতার কারণে নির্বাচনী কার্যক্রমে ঠিকভাবে অংশ না নিতে পারলেও অনেক ভোটই পেয়েছিলেন তিনি। তবে জয়ী হতে পারেন নি।