আগামী জুনে ইন্দোনেশিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও ‘এএফসি এশিয়ান কাপ চায়না- ২০২৩’ কোয়ালিফায়ার্স রাউন্ডকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বিকাল ৪:৩০ টা থেকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয় দিনের মতো অনুশীলন সম্পন্ন করেছে।
অনুশীলন শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সাদউদ্দিন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গতবারের ক্যাম্পেই ছিলেন না সাদ। তাই পুনরায় দলে ফিরে কোনো রকম চাপ অনুভব করছেন কিনা,এই প্রশ্নের জবাবে সাদ বলেন, ‘এটা আমার জন্য চ্যালেঞ্জিং। কারণ আমি সর্বশেষ ক্যাম্পেই ছিলাম না। তখন লীগের প্রথম পর্যায়ে আমার ক্লাবের পারফরম্যান্স খুব খারাপ ছিলো। কিন্তু লীগের দ্বিতীয় পর্যায়ে আমরা ভালো করতেছি। তাই কোচ আমাকে ক্যাম্পেই ডেকেছেন। এই বিষয়টা আমার কাছে চ্যালেঞ্জিং। আমি চেষ্টা করতেছি ইম্প্রুভ করার।’
নতুন কোচের সাথে পুরাতন কোচদের সার্বিক পার্থক্যের প্রশ্নে উত্তরে সাদ বলেন, ‘অন্য কোচদের থেকে ক্যাবরেরার সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন। ক্যাবররা টেকনিকে হাই প্রিসিভ,বিল্ডআপ সবকিছুর মিশ্রণ আছে। তবে আমরা যারা নতুন আসছি তারা তার টেকনিকের সাথে মিলিয়ে নিতে একটু সময় লাগবে এবং আমরা তা করতে পারবো।’
আজকের মতো ঠিক একই সময়ে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আগামীদিনও অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অনুশীলন ক্লোজ ডোরে হওয়ার ফলে অনুশীলনের সময় প্রথম ১৫ মিনিট অর্থাৎ বিকাল ৪:৩০ টা থেকে ৪:৪৫ মিনিট পর্যন্ত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।