এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ নারী দলের প্রস্তুতি শুরু হবে দ্রুতই। গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দফতরে হয়ে গেলো নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। যেখানে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
এশিয়ান কাপ বাছাই সামনে রেখে এরই মধ্যে ৫৫ জন নারী ফুটবলারকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। ঈদের পর আগামী ৬ এপ্রিল শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে সাবিনাসহ বিদ্রোহী ফুটবলারদের। তবে গুঞ্জন রয়েছে সাবিনা খাতুন সহ ৬-৭ ফুটবলার ক্যাম্পে যোগ না দিয়ে সরাসরি ভুটান যাবেন, সেখানে নারী লিগে অংশ নিতে। জানা গিয়েছে অধিনায়ক সাবিনা খাতুন, মিডফিল্ডার মনিকা চাকমা এবং দুই ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা ও সুমাইয়া মাতসুসিমা যাবেন ভুটানের ক্লাব পারো এফসি’তে। ৬ তারিখ তারা ভুটানের ফ্লাইট ধরার সম্ভাবনা রয়েছে। একই লিগে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলতে যাবেন বাংলাদেশের নারী ফুটবলার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা। এখনো তাঁদের ভুটান যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। মোসাম্মাৎ সাগরিকাও ভুটানের লিগে খেলার প্রস্তাব পেয়েছেন।
এতে ৬ এপ্রিল শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে তাদের প্রথম থেকে অংশগ্রহনের সম্ভাবনা কম। তবে ভুটানের লিগ চলাকালে এই খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে তাঁরা ঢাকায় ফিরে আসবেন। ১৫ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা। এই লিগ প্রায় ছয় মাস ধরে চলতে থাকে। এখন কোচ পিটার বাটলারের এশিয়ান কাপ বাছাইয়ের পরিকল্পনায় তারা থাকেন কিনা এটিই দেখার বিষয়।