ঘরোয়া ফুটবলের ব্যস্ততায় ছুটি মেলেনি প্রিমিয়ার লীগের ফুটবলারদের। পরিবারের সাথে ঈদ উৎযাপন হচ্ছে না, তাই ফুটবলারদের কিছুটা ঈদ আনন্দ দিতে ক্লাবেই তাদের জন্যে ঈদ আয়োজনের ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ। সেই তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা কিংস, শেখ রাসেল, মুক্তিযোদ্ধাসহ আরো অনেক ক্লাব।
খেলোয়াড়দের ঈদ উৎযাপন নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ কেসির ম্যানেজার আরিফুল ইসলাম অফসাইডকে বলেন, ‘যেহেতু ঈদের দুই দিন পর থেকে খেলা কেউ বাড়িতে যেতে পারছেনা ঈদ করতে। সবাই পরিবার ছাড়া ঈদ করবে ক্লাবে। সে জন্য আমরা ক্লাবের তরফে একটা গরু কিনেছি। সকালে সবাই এক সাথে নামাজ পড়বো। ক্লাবে রান্নাবান্না হবে। এক সাথে পারিবারিক আবহে খাওয়া দাওয়া করবো।’
ক্লাব কর্তৃপক্ষদের এমন উদ্যোগে খেলোয়াড়দের মাঝেও রয়েছে ঈদের বাড়তি আমেজ। এই নিয়ে বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো বলেন, ‘দ্রুতই আবার খেলা শুরু হবে, তাই ঈদে বাড়ি যেতে পারছিনা। আমাদের জন্য ক্লাব থেকে গরু কিনেছে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো।’
কিন্তু এতোকিছুর মাঝেও প্রিমিয়ার লীগ নিয়ে অনিশ্চয়তায় খেলোয়াড় ও ক্লাবগুলো। ঈদ বিরতির পর শনিবার থেকে লীগ পুনরায় চালু করার কথা জানালেও লিখিত কোনো চিঠি দেয় নিই বাফুফে। বসুন্ধরা কিংস- মুক্তিযোদ্ধা এবং ব্রাদার্স ইউনিয়ন-রহমতগঞ্জের ম্যাচ দিয়েই ফেরার মাঠে ফিরবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ।