আসন্ন ‘থ্রি নেশন্স কাপ‘ কে সামনে রেখে কিরগিজস্তানে ৩য় দিনের মতো অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ প্যালেস্টাইন। ৭ সেপ্টেম্বর স্বাগতিক কিরগিস্তানে মুখোমুখি হবে জামাল ভূঁইয়া’রা। এরপর ৯ সেপ্টেম্বর একটি আন অফিসিয়াল ম্যাচে কিরগিস্তান অনুর্ধ্ব ২৩ দলের সাথেও একটি ম্যাচ খেলবে জেমি ডে’র শিষ্যরা।
আজকের অনুশীলন শেষে গোলরক্ষক কোচ লেস ক্লিভলি জানান, ‘অনেক দিন পর জাতীয় দলের সাথে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। সামনে ব্যাস্ত সূচিতে গোলকিপারদের মনোযোগ ধরে রাখাটাই হবে আমার মূল কাজ’। তরুণ গোলরক্ষক মিতুল মারমা সম্পর্কে ইংলিশ কোচ বলেন, ‘ও খুব তরুণ। তার ভালো স্কিল রয়েছে। তবে কাজ করার আরো অনেক জায়গা রয়েছে। এখানে তাকে কিছু গেম টাইম দিয়ে তার আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাই।’
আন্তর্জাতিক প্রীতি এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য আসন্ন সাফ চ্যাম্পয়িনশীপের জন্য নিজেদের প্রস্তুত করা। সেই লক্ষ্যেই কঠোর পরিশ্রম করে যাচ্ছে ফুটবলাররা। উক্ত বিষয়ে ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সাফ। সাফের আগে ফরমেশন, টিম কম্বিনেশন এবং পাসিং নিয়ে কাজ করছে কোচ। আশা করছি এখানে সেগুলো নিয়ে কাজ করলে সাফে কাজে লাগবে।’
গোলরক্ষক শহিদুল আলম সোহেলেরও নজর সাফে। তিনি জানান, ‘আমরা এখান থেকে যেনো ভালো প্রস্তুতি নিয়ে সাফের জন্য আত্মবিশ্বাস নিয়ে যেতে পারি কোচ সেদিকেই জোর দিয়েছেন। আমাদের মূল লক্ষ্য সাফ।’