বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য সংখ্যা বর্তমানে ২১ জন। বাফুফের গত নির্বাচনে ১৩৯ জনের ভোটে নির্বাচিত হন এই ২১ জন সদস্য। কিন্তু বিশ্ব ফুটবলের নির্ণায়ক সংস্থা ফিফার কাছে সদস্য ও ভোটার উভয়ই বেশী মনে হয়েছে। তাই ফিফা বাফুফেকে উভয়েরই সংখ্যা কমানোর নির্দেশনা প্রদান করে।
ফিফার নির্দেশনা অনুযায়ী বাফুফের গঠনতন্ত্র পরিবর্তন করা লক্ষ্যে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন কতৃক বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কমিটিতে রয়েছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও মোঃ আতাউর রহমান ভূঁইয়া (মানিক)।
উক্ত কমিটি নির্ধারিত বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে ফিফা/এএফসি’র সাথে ভিডিও কনফারেন্স ও ই-মেইল কমিউনিকেশনর মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করবে।