তীব্র গরমে স্থগিত করা হয়েছে নারী ফুটবল লীগের খেলা। গরমের কারণে টার্ফে খেলা কঠিন। এর মধ্যে মেয়েরা শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল যে দুটো খেলা হওয়ার কথা ছিলো তা হচ্ছে না। নতুন সময়সূচি দ্রুতই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

গরম ও মাঝে সূচীতে বিরতি থাকায় ফিক্সচার নতুন করে সাজানোর সুযোগ নিচ্ছে ফেডারেশন। এই বিষয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘প্রচণ্ড গরমে মেয়েদের খেলতে কষ্ট হচ্ছে। কালকের রাউন্ডের পর এমনিতেই সূচিতে বিরতি ছিল। গরমের জন্য আপাতত স্থগিত করা হয়েছে নারী ফুটবল লিগ।’

যেহেতু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন ব্যতিত আর কোন খেলা নেই, তাই সেখানে খেলাগুলো পরিচালনার পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। তীব্র গরমে টার্ফের তুলনায় ঘাসের মাঠে খেলতে সুবিধা হবে, এছাড়া ফ্লাড লাইট ভালো।

এই বিষয়ে কিরণ বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখন খেলা নেই। গরমের মধ্যে কমলাপুরে খেলা কঠিন এবং ফ্লাডলাইটেও সমস্যা। জাতীয় দল সকালে অনুশীলন করলে আমরা বিকেলে ও রাতে দুইটি করে এখানে ম্যাচ আয়োজন করতে পারি।’

Previous articleপ্রস্তুতির জন্য সৌদি আরব যাবে জামাল ভুইঁয়া’রা!
Next articleইনজুরিতে এবার বাদ পড়লেন সাদ উদ্দিন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here