বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বড় সমস্যার একটি হলো গোল খরা। ম্যাচে ভালো খেললেও গোল এরিয়াতে এসে পুরো ছন্দহীন হয়ে যায় খেলোয়াড়রা। নিজেদের সুকৌশলের অভাব থাকতে হয় ম্যাচের পর ম্যাচ। তাই মালদ্বীপের ম্যাচের আগে দলের গোল খরা কাটাতে নিজের খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন হ্যাভিয়ার ক্যাবরবা।
বাংলাদেশ দলের গোল খরার বিষয়টি নতুন হয়। বিগত ম্যাচের পরিসংখ্যান বিবেচনা করলেই চিত্রটা পরিষ্কার হয়ে উঠবে। শেষ ৬ ম্যাচে প্রতিপক্ষের জালে ১বার বল পাঠাতে পেরেছে বাংলাদেশের খেলোয়াড়রা। বাংলাদেশের গোল খরা ভালোভাবে দিয়েছিলো ভুটান মিশনে। গত সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে তুলনামূলক শক্তিশালী দল নিয়ে নামলেও কিছু করতে পারে নি। প্রথম ম্যাচে ভাগ্য জোরে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ভুটানের কাছে পরাজিত হয়েছিলো তারা।
তবে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পুরাতন সব ঝেড়ে ফেলে ভালো কিছু করতে আত্মবিশ্বাসী দলের খেলোয়াড়রা। বৃহস্পতিবার অনুশীলন শেষে রাকিব হোসেন বলেন, ‘আসলে স্ট্রাইকার হিসেবে চেষ্টা করি গোল করতে। গোল করাতে। সামনের ম্যাচেও তাই করবো। ম্যাচের গুরুত্বপূর্ণ গোল করা। না করতে পারলে তা আমাদের ব্যর্থতা। গোল করতে হলে মানসিকভাবে শক্তিশালী হতে হয়। কোচ কাজ করছে। আমরা কাজ করছি। ম্যাচের পরিস্থিতি নিয়ে অনুশীলন হয় আমাদের। চেষ্টা করছি কোচ যা শিখাচ্ছেন তা কাজে লাগানোর। আগের চেয়ে ভালো খেলার।’
এই ফরোয়ার্ড বলেছেন, ‘মালদ্বীপ দলকে আগে ভয় লাগতো। শেষ তিন ম্যাচ খেলেছি। জিতেছি ও ড্র করেছি। পারফরম্যান্স আমাদের ভালো হয়েছে। এখন আর ভয় করে না। তাই চেষ্টা করবো তাদের বিপক্ষে ভালো ফলাফল অব্যাহত রাখতে। এক কথায় জিততে।’
জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন সরাসরি বলেছেন, ঘরের মাঠে জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ দল, ‘আমরা এখানে জিততে চাইবো। জেতার জন্য যে কৌশল দরকার সেটা অনুসরণ করছি। ছেলেরাও প্রস্তুতি নিচ্ছে। তারা জানে এটা বছরের শেষ ম্যাচ। হাভিয়ের আসার পর সবাই এক সঙ্গে খেলছে। কিছু খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। দল হিসেবে তারা জানে দায়িত্ব কতটুকু, কী করতে পারে।’
ঘরের মাঠে বাংলাদেশ ভালো দল। তবে সহকারী কোচ মামুনের মতে জিততে হলে অবশ্যই গোল করতে হবে। মামুনের দৃষ্টিতে, ‘মালদ্বীপ ম্যাচকে সামনে রেখে ছেলেরা তৈরি। দেশের মাটিতে অনেক দিন পর খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার পর। মালদ্বীপের বিপক্ষে জিততে সবার সামনে সর্বোচ্চ দেওয়ার লক্ষ্য থাকবে। জিততে হলে দর্শকদের সামনে গোল করতে হবে। দর্শক হলো আমাদের প্রেরণা। হোমে আমরা যে কোনও দলের কাছে শক্ত প্রতিপক্ষ।’