শেখ জামাল ডিসি ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচে রেফারির দেয়া ফাউলের সিদ্ধান্ত নিয়ে আলোচনায় সরগরম দেশের ফুটবল। শেখ জামাল কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে এর সমাধান চেয়েছিলো ফেডারেশনের কাছে। উক্ত বিষয়টি নিয়ে আজ মতিঝিলস্থ বাফুফে ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
উক্ত ফাউলটি নিয়ে নিজের কোন মতামত দেননি বাফুফে বস। তবে তিনি ভিডিওটি দেখেছেন। তিনি বলেন, ‘আমি ভিডিওটা দেখেছি, শেখ জামালের যে খেলার কথা বলছেন। আপনি যদি পাঁচ-ছয় ভিন্ন দিক থেকে দেখেন, দুই-চার দিক থেকে দেখলে মনে হবে এটা গোল। আবার দুই-এক দিক থেকে দেখলে ফাউল দেখা যায়। একটু আগেই আমি আবার দেখেছিলাম (ভিডিও ফুটেজ)। এক দিক থেকে দেখলাম যে স্ট্রাইকারের(জোবে) হাত পুরো ডিফেন্ডারের (তপু) উপরে। আবার অন্য দিক থেকে দেখলে বোঝা যায় না। ফলে এক্ষেত্রে সিদ্ধান্ত দেয়া খুব কঠিন।’
সর্বোত্তম সিদ্ধান্তের জন্য ভিডিও ফিফার রেফারিং কাছে পাঠিয়েছে ফেডারেশন। কাজী সালাউদ্দিন বলেন, ‘ আমি ফেডারেশনের ট্যাকনিক্যাল ৭-৮ জনকে নিয়ে বসেছিলাম। তাদের মতামত বিভাজিত। ৪-৫ জন বলছে এটা গোল দিতে পারে। আবার ২-৪ জন বলছে এটা গোল নয়, ফাউল। আমি এতে সিদ্ধান্তও দেব না, বক্তব্যও দেব না। আমরা যা করেছি, এই ভিডিওটিকে ইতিমধ্যে ফিফায় পাঠিয়ে দিয়েছি, ফিফার মতামতের জন্য। ঐখানে তো বিশ্বের সেরা এক্সপার্টরা আছেন। সেটা (মতামত) যতক্ষণ না আসে, আমার মনেহয় না আমার কোন মতামত দেয়া উচিত।’
রেফারিং সমস্যাটা দেশে নতুন নয়। যে দলের বিপক্ষে সিদ্ধান্ত যায় তারাই এটি নিয়ে নালিশ করে ফেডারেশনে। রেফারিং বিতর্ক সারা বিশ্বেই রয়েছে এবং হয়তো থাকবোও, কেননা রেফারিও মানুষ। তবে সব বিতর্ক ছাপিয়ে এগিয়ে যাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, এটিই প্রত্যাশা সকলের।