একের পর এক গোল মিসের হতাশা নিয়ে সাফ অনুর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের এবারের আসর শুরু করলো বাংলাদেশের মেয়েরা। চেনা মাঠ, চেনা পরিবেশ, কিন্তু কাক্ষিত জয় আসলো না মারিয়া-মনিকাদের। নেপালের সাথে গোলশূন্য ড্র করেছে তারা।
ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে নেপালকে কোনভাবেই ম্যাচে ফিরতে দেয়নি গোলাম রাব্বানি ছোটনের দল। কিন্তু বাংলাদেশের গোল করার রাস্তায় প্রতিবারই বাঁধা হয়ে দাড়ায় নেপাল দলের অধিনায়ক ও গোলরক্ষক অঞ্জনা রানা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে আঁখি খাতুনের শট সাইড পোস্টে লেগে না ফিরলে শুরুতেই লিড নিতে পারতো বাংলাদেশ। এরপর খেলাী ১৫ মিনিটে শামসুন্নাহার জুনিয়ের বাইসাইকেল শট তালু বন্দি করে দলকে রক্ষা করেন গোলরক্ষক অঞ্জনা।বাংলাদেশের মেয়েদের আধিপত্যেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে মারিয়া মান্ডার কর্ণার থেকে তহুরার হেড করেন। সেই বল পেয়ে ঋতুপর্ণা শট নিলেও গোল লাইন থেকে তা ফেরত পাঠান নেপালের বিমলা। খেলার ৮৭ মিনিটে বক্সের সামনে থেকে মনিকা এক জোড়ালো শট লাফিয়ে হাত দিয়ে ফিরিয়ে দেন নেপাল দলের গোলকিপার অঞ্জনা মাগার। এতে করে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচ।
এই ড্র শেষ পর্যন্ত ফাইনালে উঠার পথে কাটা হয়ে দাড়াতে পারে। কেননা আজ প্রথম ম্যাচে ভুটান ৫-০ গোলে শ্রীলংকাকে পরাজিত করেছে। অন্য প্রতিপক্ষ হিসেবে মারিয়াদের অপেক্ষায় আছে শক্তিশালী ভারত। তাই কঠিন এক পরীক্ষাই অপেক্ষা করছে এবারের টুর্নামেন্টে।