দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো এবারের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের মূল স্কোয়াড। আজ দুপুর ১২.৩০ টায় সংবাদ সম্মেলনে হেড কোচ অস্কার ব্রুজন দল ঘোষণা করবেন জানানো হলেও শেষ পর্যন্ত দুপুর ৩.০০ টার দিকে সংবাদ সম্মেলনে কথা বলেন হেড কোচ অস্কার ব্রুজন এবং অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে তখনও ঘোষণা করা হয়নি দল। মূলত এলিটা কিংসলের জন্য দীর্ঘ অপেক্ষায় ছিল কোচ এবং টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত আর আন্তর্জাতিক ম্যাচ খেলতে ফিফার ছাড়পত্র পাননি এলিটা কিংসলে। শেষ পর্যন্ত এলিটা কিংসলেকে ছাড়াই ঘোষণা করা হলো এবারের সাফ চ্যাম্পিয়নশিপ এর চূড়ান্ত স্কোয়াড।
বাংলাদেশ স্কোয়াড:
গোলকিপার:
আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।
ডিফেন্ডার:
বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়।
মিডফিল্ডার:
আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন।
ফরোয়ার্ড:
বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, সুমন রেজা,জুয়েল রানা।
এলিটা কিংসলে ছাড়াও প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আতিকুজ্জামান, মেহেদি হাসান মিঠু এবং মানিক হোসেন মোল্লা। আগামীকালই মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।