থমকে গেলো চট্টগ্রাম আবাহনীর জয়ে রথ। আজ(মঙ্গলবার) বাংলাদেশে আর্মি স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামে চট্টগ্রাম আবাহনী। ম্যাচটিতে রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হেরে যায় বন্দরনগরীর এই দলটি। টানা ৮ ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেলো চট্টগ্রাম আবাহনী। রহমতগঞ্জের সাথে হারের ফলে লীগের রানার্সআপ মিশন থেকে অনেকটা পিছিয়ে পড়লো চট্টগ্রাম আবাহনী।

ম্যাচের পুরো ৮০ মিনিট পর্যন্ত নিজেদের রক্ষণভাগকে আগলে রেখেছিলো চট্টগ্রাম আবাহনী। কিন্তু শেষ হয়েও হইলো না শেষ। ম্যাচের শেষে এসে চট্টগ্রাম আবাহনীর তরী ডুবিয়ে দেয় রহমতগঞ্জ। ৮১ মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। রহমতগঞ্জের হয়ে গোল করেন দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ফেলিক্স চিডি ওডিলি। এরপর চট্টগ্রাম আবাহনী ম্যাচে ফেরার চেষ্টা চালায়। কিন্তু তাতে ব্যর্থ হয়। বরং ম্যাচের শেষ মুহুর্তে এসে লিড বাড়িয়ে নেন রহমতগঞ্জ। এবার দলের হয়ে স্কোরবোর্ডে নিজের নাম উঠান মাহমুদুল হাসান কিরণ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় দিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

এই জয়ে ২১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে আছে রহমতগঞ্জ। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থতে আছে। টেবিলের তৃতীয়তে থাকা ঢাকা আবাহনীর সাথে তাদের বর্তমান পয়েন্ট ব্যবধান তিন এবং দুইয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে পয়েন্ট ব্যবধান দাঁড়ালো পাঁচ।

Previous articleরাসেলের জালে আবাহনীর গোল উৎসব
Next articleরাইভাল ওয়াচ : বসুন্ধরা কিংস বনাম মাজিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here