দীর্ঘ অপেক্ষার পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। উদ্বোধনী দিনে বড় জয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ঘরের মাঠে চট্টগ্রাম আবাহনীর জালে গুণে গুণে ৭ বার বল পাঠিয়েছে ভ্যালেরিউ তিতার শিষ্যরা।

কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকে বসুন্ধরা কিংস। ফলাফল আসতেও বেশি সময় লাগেনি। ম্যাচের ৩য় মিনিটেই মিগুয়েলের দুর্দান্ত পাসে আলতো টোকায় জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার জারেদ খাসা। এরপর ম্যাচের ২৩তম মিনিটে মিগুয়েলের দারুন লব থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে জালে জড়িয়ে দেন ফয়সাল আহমেদ ফাহিম।

এরপর ম্যাচের ২৯তম মিনিটে এসে জালের দেখা পান মিগুয়েল দামাসেনা। ফাহিমের বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের ৪১তম মিনিটে এসে ব্যবধান ৪-০ করেন জারেদ খাসা। রাকিব হোসেনের বাড়িয়ে দেওয়া বলে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। অবশ্য পরের মিনিটেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস।

দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার গতি কিছুটা মন্থর হয়। তবে ম্যাচের শেষ ২০ মিনিট আবারো রুদ্র মূর্তি ধারণ করে বসুন্ধরা কিংস। ম্যাচের ৭০তম মিনিটে রিমনের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন মজিবুর রহমান জনি। এরপর ম্যাচের ৭৩তম মিনিটে ফাহিমের কাটব্যাক জনি মিস করলেও রাকিবের অপ্রস্তুত অবস্থা থেকে নেওয়া শট জালের ঠিকানা খুঁজে নেয়। এরপর ম্যাচের ৮৩তম মিনিটে রফিকুলের পাসে জোড়া গোলের সঙ্গে ৭-০ গোলের বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে কিংস।

এই জয়ে প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে মোহামেডান।

Previous articleভেন্যু নিয়ে সমর্থকদের প্রশ্নের মুখে বাফুফে!
Next articleবাফুফে কমিটির এক পদের ফয়সালা শনিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here