বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ২০২০-২১ এর আজকের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়েছে উত্তর বারিধারা ক্লাব। ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে বারিধারা এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে না পারলেও ৪০ মিনিটে নিক্সন গুলের্মের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় চট্টগ্রাম আবাহনী তবে তাতে সুফল হয় নি । উল্টো ৫৬ মিনিটে গোল হজম করে চট্টলার দলটি। আরিফের কাছ থেকে বল পেয়ে জালে জড়িয়ে বারিধারাকে সমতায় ফেরায় সুমন রেজা।
ম্যাচের ৭৪ মিনিটে আবারো গোল হজম করে মারুফুল হকের দল। নিজেদের ভুলে ম্যাচে ২-১ এ পিছিয়ে পড়ে তারা । এপর্যায়ে বারিধারাকে লিড এনে দেয় ডিফেন্ডার শুকুর আলী ।
পিছিয়ে পড়ে হারের দ্বারপ্রান্তে চলে যায় চট্টগ্রাম। কিন্তু ম্যাচের শেষের যোগ করা অতিরিক্ত সময়ে বদলি নামা কাওছার আলী রাব্বি গোল করে চট্টগ্রাম আবাহনীর ত্রাণকর্তা হন। এতে ২-২ গোলে ম্যাচ শেষ হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুইদল।
এতে ৭ ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৮। উত্তর বারিধারা ৬ ম্যাচ শেষে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে।