গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঝারি মানের দল নিয়েও ৫ম স্থানে থেকে লিগ শেষ করেছিল বন্দর নগরীর দল চট্টগ্রাম আবাহনী। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকেও পুরো লিগে একমাত্র হারের স্বাদ দিয়েছিল মারুফুল হকের দল। তবে আগের মৌসুমের দলটা এবার ভেঙে গিয়েছে। গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীতে খেলা চার বিদেশি পুলাতভ শুকুর আলী, চার্লস দিদিয়ের, চিনেদু ম্যাথিউ ও নিক্সন গুইলারমে কেউই থাকছেন না নতুন মৌসুমে। পাশাপাশি গত মৌসুমে দুর্দান্ত খেলা দেশীয় ফুটবলারদের মধ্যে রাকিব হোসেন, মানিক মোল্লা, মোহাম্মদ নাঈমরাও দল ছেড়েছেন। তাইতো অনেক ফুটবল ফ্যানরা ভেবে নিয়েছিল নতুন মৌসুমে চট্টগ্রাম আবাহনী হয়তো রেলিগেশন এড়ানোর জন্য খেলবে। তবে বসে থাকে নি চট্টগ্রাম আবাহনী কতৃপক্ষ। নতুন মৌসুমের জন্য ইতোমধ্যেই চার বিদেশির মধ্যে দুজনের সাথে চুক্তি সম্পন্ন করেছে।

চট্টগ্রাম আবাহনীর সাথে নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দুই নাইজেরিয়ান পিটার এবিমোবোই এবং ইসা আনিফোওশে। গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর রক্ষণ আগলে রাখা উজবেক ডিফেন্ডার পুলাতভ শুকুর আলীর জায়গায় নতুন মৌসুমে চট্টগ্রাম আবাহনীর নতুন রক্ষণ সেনানী ইসা আনিফোওশে। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার সর্বশেষ খেলেছিলেন বাহরাইনের ক্লাব বাহরাইন এসসিতে। এছাড়াও নাইজেরিয়ান ক্লাব এমএফএম এফসি, লোবি স্টারস এবং অ্যাঙ্গোলার ক্লাব ডি আগষ্টোতে খেলার অভিজ্ঞতা রয়েছে অনিফোওশের। পাশাপাশি নাইজেরিয়া অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলারও অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের।

চট্টগ্রাম আবাহনীর সাথে চুক্তি করা ২৮ বছর বয়সী নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার এবিমোবোই সর্বশেষ খেলেছিলেন ওমানের ক্লাব আল নাহদাতে। এছাড়াও মিশর, কাতার এবং সাইপ্রাসের শীর্ষ লিগের ক্লাবে খেলারও অভিজ্ঞতা রয়েছে এই ফরোয়ার্ডের। মিশরীয় ক্লাব আল আহলির হয়ে সিএএফ চ্যাম্পিয়ন্স লিগেও ২টি ম্যাচ খেলেছেন এবিমোবোই।

শুক্রবার ক্লাব কার্যালয়ে এই দুই নাইজেরিয়ান ফুটবলার এবিমোবোই ও আনিফোওশের সাথে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে চট্টগ্রাম আবাহনী ক্লাব কর্তৃপক্ষ। দেখা যাক নতুন মৌসুমে নতুন ভাবে দল গুছিয়ে বাকি ক্লাবগুলোকে কতোটা চ্যালেঞ্জ জানাতে পারে দেশসেরা কোচ মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী লিমিটেড।

Previous articleআরো একটি ব্যর্থতা সঙ্গী করে দেশে ফিরল ফুটবল দল
Next articleবসুন্ধরা কিংসে বসনিয়ান মিডফিল্ডার স্টোজান ভার্নজেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here