প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সেই পরাজয়ের ক্ষোভ মেটালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম আবাহনীকে গুনে গুনে আধ ডজন গোল উপহার দিয়েছে সাদা-কালো শিবির।
১১ মিনিটে উজবেক মিডফিল্ডার মুজাফর মুজাফরোভের গোল থেকে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিয়াদুল হাসান রাফির লম্বা করে দেওয়া পাসে বল পায় আরিফ হোসেন, সেখান থেকে বলকে বক্সের ভেতরে রিলিজ করে দেন আরিফ। বক্সের ভেতরে মুজাফর ও ইমানুয়েল সানডে দুইজন একত্রে শট নিয়ে থাকলেও গোলটি করেন মুজাফর।
১৫ মিনিটের মাথায় চট্টগ্রাম আবাহনীর জালে আবারো বল পাঠায় মোহামেডান। এবারেও গোলের পিছনের কারিগর আরিফ হোসেন। তবে গত বার গোল করতে ব্যর্থ হওয়া ইমানুয়েল সানডে গোল করেন। মাঠের বামদিক থেকে আরিফ হোসেনের করা কাটব্যাকে ফাঁকা ভারে বল প্রবেশ করান সানডে। প্রথমার্ধের খেলা ২-০ তে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীকে আরো চেপে ধরে মোহামেডান। ৫২ মিনিটে রাজু আহমেদ জিসানের ক্রসে হেড করে গোল করেন আরিফ হোসেন। ৬৯ মিনিটে নিজেই গোলের খাতা খুলেন জিসান। মাঝমাঠের নিচ থেকে সতীর্থের লম্বা থ্রু পাস থেকে বল নিয়ে একাই বক্সের ভিতরে ঢুকে ফিনিশং দেন এই মিডফিল্ডার।
৭৮ মিনিটে আরিফের থ্রু বল জালে জড়ান সৌরভ দেওয়ান। মোহামেডানে হয়ে ষষ্ঠ গোলটি করেন মোহাম্মদ জুয়েল। গোলটি আসে ম্যাচের ৮১ মিনিটে। ফলে শেষ পর্যন্ত ৬-০ তে জয় পায় সাদা-কালোরা। এই জয়ের ফলে ফেডারেশন কাপে প্রথম জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।