অনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)’র সভাপতি দায়িত্ব কাধে নিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এই নিয়ে চতুর্থবারের মতো দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন।
এবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচন হন বাফুফে সভাপতি। কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় একাই মনোনয়ন জমা দেন সালাউদ্দিন। সালাউদ্দিন সভাপতি হলেও কমিটির সহ-সভাপতির দুইটি পদই শূন্য। ভারত নেপাল ও পাকিস্তানের ফেডারেশনের সমস্যার জন্যে এই দুইটি পদ শূন্য রয়েছে। এই প্রসঙ্গে আগামী কংগ্রেসে সমাধান করা হবে।
সভাপতি নির্বাচিত হয়ে এবারো শুনিয়েছেন আশার বাণী। কথা দিয়েছেন সাফ ক্লাব চ্যাম্পিয়ন্সশীপ নামে নতুন এক প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্ণামেন্টের আয়োজন করবেন। বিগত সময়ও ঠিক একইরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার প্রতিশ্রুতি স্বপ্নেই থেকে গেছে,তা বাস্তব কোনো রূপ করেনি। তবে এইবারের পরিকল্পনা অনুযায়ী এক বছর হবে সাফ চ্যাম্পিয়ন্সশীপ এবং তার পরের বছর হবে সাফ ক্লাব চ্যাম্পিয়ন্সশীপ।