আগামীবছরের ২ রা ফেব্রুয়ারী থেকে শুরু হবে ‘সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৪’। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ টুর্ণামেন্ট আয়োজনের গুরু দায়িত্ব নিয়েছে। টুর্ণামেন্টের ভেন্যু হিসেবে ইতিমধ্যে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে।
এবারের সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশীপ অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার মাত্র চারটি দল। বাংলাদেশ ব্যতীত অন্য দলগুলো হলো ভারত, নেপাল এবং ভুটান। শুধুমাত্র চার দল নিয়ে টুর্ণামেন্ট আয়োজিত হওয়ার কারণে কোন গ্রুপ থাকছে। অংশগ্রহণকারী প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে।
আগামী ২রা ফেব্রুয়ারী উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ অ-১৯ নারী ফুটবল দল। নেপাল পর আগামী ৪ ই ফেব্রুয়ারী ভারত এবং আগামী ৬ ই ফেব্রুয়ারী ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।