চতুর্থ মেয়াদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী সালাউদ্দিনকে শুভেচ্ছা জানাতে আজ বাফুফে ভবনে যান জাতীয় দল ও লীগের ফুটবলাররা। ফুল দিয়ে কাজী সালাউদ্দিনকে শুভেচ্ছা জানালেও আলোচনার মূল কেন্দ্রে ছিলো খেলোয়াড়দের নতুন মৌসুমের চুক্তির অর্থের বিষয়টি।

খেলোয়াড়রা গত চুক্তির ৫০-৬০% দাবি করলেও কাজী সালাউদ্দিন তাদের ৪০% অর্থের রাজি হতে বলেছেন। এই বিষয়ে জাতীয় দল ও বসুন্ধরা কিংসের মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদের কাছে জানতে চাইলে তিনি অফসাইডকে জানান, ‘আমাদের দাবি ছিলো ৫০ থেকে ৬০ শতাংশ । কিন্তু বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ভাই আমাদের বলেছেন যে তিনি ক্লাব গুলাকে ৪০ শতাংশ অর্থ দিতে রাজি করিয়েছেন এবং আমরা এটাই যাতে মেনে নেই। তিনি বলেন যেহেতু করোনার জন্য সভাই ক্ষতিগ্রস্ত তাই ক্লাবের পাশাপাশি আমরাও যেন ছাড় দিই।’

খেলোয়াড়রা ৪০ শতাংশ অর্থ নিতে রাজি হলেও কিছু শর্ত যোগ করে দিয়েছেন। ফাহাদ জানান, ‘আমরা ৪০ শতাংশ অর্থে রাজি হয়েছি তবে আমরা কিছু দাবি তুলেছি। যেমন গত মৌসুমের বাকি থাকা অর্থের ৪০ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে নতুন চুক্তির সময়। আর পরবর্তীতে বাকি ৬০ শতাংশ এবং নতুন মৌসুমের ৪০ শতাংশ মিলিয়ে পরিশোধ করবে যেমনটা সব সময় ক্লাবগুলো করে। এছাড়াও আমাদের চুক্তিপত্রের একটা কপি চুক্তির সাথে সাথে আমাদেরকে দিতে হবে। যাতে করে ভবিষ্যতে চুক্তি নিয়ে জটিলতার সৃষ্টি না হয়।’

আজকের আলোচনার পর ক্লাবগুলোর সাথে পরবর্তী বৈঠকে চুক্তির অর্থের বিষয়ে একটি সিদ্ধান্ত চূড়ান্ত হবে এটা ধারণা করাই যায়।

Previous articleফুটবলার সাবিনার পিতৃবিয়োগ!
Next articleঅনুশীলন থেকে ছুটি মিললো কিংসের খেলোয়াড়দের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here