বাফুফে নির্বাচন ২০২০ এর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। যার মধ্যে নাম উঠে এসেছে সভাপতি পদের প্রার্থী বাদল রায়ের। গতকাল তার স্ত্রী প্রার্থীতা বাতিলের চিঠি দিলেও তা গ্রহণ করে নি নির্বাচন কমিশন।এ নিয়ে তৈরী হয় জটিলতা। এতে করে সভাপতি পদে নাম উঠে এসেছে তার৷

বর্তমান সভাপতি সালাউদ্দিনের সাথে বাদল রায় ও শফিকুল ইসলাম মানিকের নাম থাকছে ব্যালট পেপারে। এদিকে সিনিয়র সহ সভাপতি পদে সালাম মূর্শিদীর বিপক্ষে লড়বেন শেখ মোহাম্মদ আসলাম। এবার বাফুফের প্রত্যেক আসনের জন্য ভোটের লড়াই হবে। প্রধান নির্বাচন কমিশনার মেসবাহউদ্দিন জানান, চুড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর ঘোষণার সময় নির্বাচনে অর্থনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ৩ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন।

Previous articleঅসু্স্থতা নাকি উপরি মহলের চাপ; কেন সরে গেলেন বাদল রায়?
Next articleবাফুফে নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী রায়হান কবির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here