নিজেদের পুরোনো রূপ যেনো ফিরে পেলো বসুন্ধরা কিংস। আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তারই প্রতিফলন দেখিয়েছে গতবারের ডমিস্টিক ট্রেবল জয়ীরা। লীগে আজ পুলিশ এফসির মুখোমুখি হয়েছিলো তারা; ম্যাচে পুলিশকে ৫-০ গোলে পরাজিত করে।

লিড পেতে খুব একটা সময় খরচ করে নি বসুন্ধরা কিংস। ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিমের কাটব্যাক থেকে বল পেয়ে গোল করেন দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথান ফার্নান্দেজ। ৩ মিনিটের ব্যবধানে ব্যবধান বাড়ায় কিংস। সতীর্থের বাড়ানো লম্বা পাসে বক্সের ভেতরে বল পান মুজিবুর রহমান জনি। এরপর পুলিশের ডিফেন্ডারকে খানিকটা কাটিয়ে নিজেই অন টার্গেট শট নিয়ে গোল আদায় করে নেন।

৩৮ মিনিটে জনাথন ফার্নান্দেজ আবারো গোল করেন। মিগেল ডামাসেনার পাস থেকে বল নিয়ে বক্সের ভেতরে ঢুকে শট নেন ফয়সাল আহমেদ ফাহিম। ফাহিমের শট ফিরিয়ে দেয় পুলিশের গোলরক্ষক। ফিরতি বলে জটলা থেকে গোলের সুযোগ কাজে লাগান জনাথন ফার্নান্দেজ। এতে করে ৩-০ তে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের দেখা পায় বসুন্ধরা কিংস। ৫০ মিনিটের সময় মুজিবুর রহমান জনির কাটব্যাক থেকে গোলটি করেন রাকিব হোসেন। ৭৫ মিনিটে গোলশোধের সুযোগ পায় পুলিশ এফসি। তবে পেনাল্টি থেকে আল আমিনের অন স্পট কিক কর্ণারের বিনিময়ে প্রতিহত করেন কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বসুন্ধরা কিংসের হয়ে শেষ গোলটি করেন মিগেল ডামাসেনা। ফলে ৫-০ গোলের সহজ জয় পায় বসুন্ধরা কিংস।

দিনের অন্য দুই খেলায় মাঠে নেমেছিলো ব্রাদার্স ইউনিয়ন-ফকিরেরপুল ইয়াং ম্যানস ক্লাব এবং ঢাকা আবাহনী-ফর্টিস এফসি। ফকিরেরপুল ইয়াং ম্যানস ক্লাবের বিপক্ষে ৩-০ তে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের হয়ে গোল করেন মোস্তফা দ্রামে, শেইক সেনে এবং সাজ্জাদ হোসেন।

তবে গোলশূন্য ড্র হয়েছে ঢাকা আবাহনী ও ফর্টিসের ম্যাচ।

Previous articleনতুন ভূমিকায় ছোটনকে ফেরালো বাফুফে!
Next articleস্যামুয়েল ম্যাজিকে উড়ন্ত রহমতগঞ্জ; মোহামেডানের জয়রথ ছুটছেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here