নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে শিরোপা জিতেই কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইংলিশ কোচ পিটার বাটলার। তবে নারীদের কোচের দায়িত্ব ছাড়লেও বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাবেন তিনি।
সাফের শিরোপা জয়ের দিনই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন বাটলার। একটি জাতীয় দৈনিককে তিনি বলেন,
‘মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। এটাই আমার শেষ ম্যাচ ছিল।’
এর আগে বাফুফে এলিট একাডেমির কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন এই ইংলিশ কোচ। সেখান থেকে তাকে নারী দলের কোচের দায়িত্ব দেয় বাফুফে। তবে দলের ভেতর অভ্যন্তরীণ কোন্দল, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব আসরের মাঝেই আলোচনায় আসে। বাটলারের কোচের দায়িত্ব ছাড়ার পেছনে এই বিষয়টিই কাজ করেছে।