আগামীকাল ভারতের বিপক্ষে আবারো মাঠে নামছে বাংলাদেশ অ-১৭ ফুটবল দল। তবে এবারে পরিস্থিতি, প্রেক্ষাপট ভিন্ন। গত ২০ শে সেপ্টেম্বর গ্রুপ পর্বে লড়লেও এবারের লড়াই হয়ে ফাইনালে চ্যাম্পিয়নের খেতাবের জন্য। তাই প্রেক্ষাপট বদলের পাশাপাশি ম্যাচে চ্যালেঞ্জ বেড়েছে। তবে প্রতিপক্ষ ভারতকে শক্তিশালী হিসেবে সমীহ করলেও ফাইনালে জয় পেতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল।
আগামীকাল ম্যাচ উপলক্ষে আজ প্রি-ম্যাচ ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রি-ম্যাচ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ-১৭ দলের কোচ সাইফুল বারী টিটু এবং অধিনায়ক নুরুল হুদা ফয়সাল। কোচ এবং অধিনায়ক দুইজনই ক্যামেরার সামনে আগামীকালের ম্যাচ, প্রতিপক্ষের শক্তিমত্তা এবং নিজেদের সামর্থ্য ও প্রস্তুতি নিয়ে অভিমত ব্যক্ত করেছেন।
প্রতিপক্ষ হিসেবে ভারত অনেক শক্তিশালী একটি দল। প্রথম ম্যাচে এই ভারতের কাছেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। তাই ভারতকে সমীহ করে কথা বলেছেন সাইফুল বারী টিটু। এর পাশাপাশি নিজের দলের খেলোয়াড়দের নিয়ে গর্ববোধের কথাও তুলে ধরেন তিনি–
“ইন্ডিয়া অবশ্যই ফেভারিট। আপনি যদি তুলনা করতে যান তাহলে ভারত তুলনামূলকভাবে এগিয়ে থাকবে। তবে আমাদের খেলোয়াড়েরা গতকাল যে খেলাটা খেলেছে সেটার জন্য আমি তাদের নিয়ে গর্ববোধ করি। আমি মনে করি ভারত অনেক ভালো দল, তার বর্তমান চ্যাম্পিয়নও।”
ফাইনাল ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন টিটু। কারণ ম্যাচ দুইদল তাদের নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে বলে জানান তিনি,
“আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ভারত অবশ্যই ভালো দল, অন্যদিকে আমাদেরও সামর্থ্য রয়েছে। আমি মনে করি ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের মতো করেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সবাই চাইবে সবার সর্বোচ্চটা দিতে। এছাড়া আমরা কোচরা চেষ্টা করবো কিভাবে প্রতিপক্ষকে আটকে দিয়ে তা থেকে সুবিধা নিতে এবং চ্যাম্পিয়ন হতে।”
কোচের মতো অধিনায়ক নুরুল হুদা ফয়সালের চোখেও ভারত শক্তিশালী এবং হট ফেভারিট। ফয়সালের মতে সবকিছুর দেওয়ার মালিক সৃষ্টিকর্তা, সেই সাথে নিজেদের চেষ্টা ও সামর্থ্যের কথাও বলেন তিনি,
“ভারত অনেক ভালো দল। টুর্ণামেন্টের হট ফেভারিট দল। তারা অ-১৬ এবং অ-১৭ এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বিপরীতে আমরাও এসেছে এখানে ভালো কিছু করার জন্য। আগামীকাল আমাদের ফাইনাল ম্যাচ; সেই হিসেবে আমরা আমাদের তৈরি করছি। আগামীকাল আমরা আমাদের বেস্টটা দিবো, সব কিছুর দেওয়ার মালিক আল্লাহ তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।”
বাংলাদেশ অ-১৭ দলের অধিনায়ক ফয়সালও প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজিত হওয়ার স্মৃতিচারণ করেছেন। সেই ম্যাচ এবং বাকি অন্য দুই ম্যাচে নিজেদের ভুলগুলো থেকে প্রাপ্ত শিক্ষা ফাইনালে সাহায্য করবে বলে আশা করছেন তিনি,
“প্রথম ম্যাচটা আমরা ভারতের কাছে পরাজিত হয়েই টুর্ণামেন্টটা শুরু করছি। সেখান থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি, এছাড়া মালদ্বীপ এবং পাকিস্তানের সাথে খেলে যে শিক্ষাটা পেয়েছি আমার মনে হয় ফাইনাল ম্যাচে অনেক সহায়তা করবে।”