বাংলাদেশের ঘরোয়া ফুটবলে রেফারি সমস্যা হলো সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। প্রতিটি মৌসুমে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত সকলের নজরে আসে, আলোচিত হয়, সমালোচিত হয়; তবে পদ্ধতির কোনো পরিবর্তন আসে না। প্রায় সময় বিদেশী রেফারির দ্বারা ম্যাচ পরিচালনা করার দাবি উঠলে তা বাস্তব সম্ভব হয়নি। এবার সেই প্রক্রিয়াই বাস্তবে রূপ লাভ করছে। বিদেশী রেফারিদের মাধ্যমে ঘরোয়া মৌসুমের প্রথম ম্যাচ পরিচালিত হতে যাচ্ছে।

চ্যালেঞ্জ কাপ দিয়ে ২০২৪-২৫ ফুটবল মৌসুমের পর্দা উঠতে যাচ্ছে। এই টুর্ণামেন্টে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। মৌসুমের শুরুর ম্যাচে চমক দেখিয়েছে ফেডারেশন। এই ম্যাচে রেফারি ও সহকারী রেফারির ভূমিকা থাকবে তিন বিদেশী। তিন ভুটানিজ রেফারির মাধ্যমে ম্যাচটি পরিচালিত হবে। রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন বীরেন্দ্র রাই এবং সহকারী রেফারি হিসেবে থাকবেন হেমকুমার সানওয়ার ও প্যাসাং প্যাসাং।

বিগত মৌসুমগুলোর চিত্র তুলে ধরলে দেখা যায় প্রতিটি মৌসুমে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের বলি হতে হয়েছে অংশগ্রহণকারী দলগুলোকে। প্রায় সময় অভিজ্ঞ বিদেশি রেফারি ব্যবহারের দাবি তোলা হয়েছিলো। কিন্তু তৎকালীন কর্তাব্যক্তি এসকল বিষয়ে নিরব ভূমিকা পালন করে আসছিলেন। সেই দিক থেকে নতুন কমিটি বেশ ভালো পদক্ষেপ গ্রহণ করেছে, যা প্রশংসনীয় বটে।

তবে সবকিছুরই ইতিবাচক দিকের পাশাপাশি সমালোচিত দিকও থাকে। এইক্ষেত্রে একই ঘটনা বিদ্যমান। মৌসুম শুরু ম্যাচে বিদেশী রেফারির ব্যবহার প্রশংসনীয় পদক্ষেপ হলেও অসন্তোষের জন্ম দিয়েছে দেশীয় রেফারির মধ্যে। তাদের নাখোশ হওয়া পিছনেও রয়েছে কারণ। রেফারিদের বেতনের বৃহৎ পরিমাণে অর্থ বাফুফের কাছে বকেয়া হয়ে রয়েছে। এইদিক থেকে রেফারিদের মনে অসন্তোষের প্রকাশ ঘটে

Previous articleবাটলারের অধীনে শুরু নতুন সাফ মিশন!
Next articleমোহামেডানকে উড়িয়ে চ্যালেঞ্জ কাপের শিরোপা বসুন্ধরা কিংসের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here