কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে গত বৃহস্পতিবার দুপুরে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। এরপর শনিবার থেকে বাংলাদেশ পুলিশ এফসির মাঠে (এপিবিএন) অনুশীলন শুরু হয় বাংলাদেশের। কিন্তু বাকি ২৬ ফুটবলার যথাসময়ে ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন করলেও, শুক্রবার ক্যাম্পে এসে রিপোর্টিং শেষ করে আবারো ফিরে যান ফরোয়ার্ড সুমন রেজা। কেননা সুমন ছুটি পাচ্ছিলেন না তার কর্মক্ষেত্র বাংলাদেশ বিমান বাহিনী থেকে। এরপরের দুইদিন ধরে (শনি ও রবিবার) ছুটি নেওয়ার চেষ্টা করলেও ছুটি মিলেনি সুমনের। বাংলাদেশের প্রীতি ম্যাচের সময় আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা থাকায় মূলত সুমনকে জাতীয় দলের জন্য ছাড়তে চায়নি বিমান বাহিনী। কিন্তু নাছোড়বান্দা সুমনের লক্ষ্য জাতীয় দল। তাইতো বাংলাদেশ বিমান বাহিনীতে পদত্যাগ পত্র জমা দিয়ে সোমবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন সুমন রেজা।
তবে অব্যাহতি পত্র দিলেও সেটা তখন গ্রহণ করেনি বিমান বাহিনী কর্তৃপক্ষ। অবশেষে অব্যাহতি পত্র দেয়ার দুই দিনের মধ্যেই বিমানবাহিনী থেকে জাতীয় দলের জন্য ছাড়পত্র পেলেন সুমন রেজা। ৩০ আগস্ট বিমানবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সচিব উইং কমান্ডার মোঃ মইনুল আলম স্বাক্ষরিত চিঠিতে সুমনের জন্য ছাড়পত্র পেয়েছে বাফুফে। তাই এখন জাতীয় দলের হয়ে খেলা এবং চাকরি দুটোই আগের মত চালিয়ে নিয়ে পারবেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।