টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল নেপালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপা নিয়ে আজ দুপুর সোয়া দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে নারীরা। এরপর ছাদ খোলা বাসে করে শিরোপা নিয়ে বাফুফে ভবনে পৌঁছায় চ্যাম্পিয়নরা।
২০২২ সালেও নারী সাফের শিরোপা জয় করে ছাদ খোলা বাসে গণসংবর্ধনা পেয়েছিল নারীরা। সেবার নারী খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাদ খোলা বাসের জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তবে এবার বাফুফে নিজ উদ্যোগে ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছে। শিরোপা জয়ের পরপরই গতবারের বাসটিকে নতুন করে সুসজ্জিত করা হয়েছে। দেশে ফিরে সে বাসে চড়ে বাফুফে ভবনের উদ্দেশ্যে রওনা করে সাফজয়ীরা।
বিমাবন্দর থেকে চ্যাম্পিয়ন মেয়েদেরকে নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে ছাদখোলা বাসটি। এরপর এফডিসি মোড়ে নেমে সাত রাস্তার মোড় হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল হয়ে পল্টন নেমে নটরডেম কলেজর সামনে দিয়ে শাপলা চত্বর পার হয়ে বাফুফে ভবনে পৌঁছায় খেলোয়াড়রা। এরপর সেখানে হবে চ্যাম্পিয়নদের বরণের নাকি আনুষ্ঠানিকতা। ইতিমধ্যেই বাফুফে ভবনে পৌঁছেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদসহ অন্যান্য কর্তারা।