বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে চলমান থাকে নারী ফুটবলারদের ক্যাম্প। অর্ধশত খেলোয়াড় নিয়ে পরিচালিত হয় এই একাডেমি। গতকাল (রোববার) থেকে ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে মেয়েদের। তবে (আজ) ক্যাম্প ত্যাগের কথা রয়েছে ফুটবলারদের।
ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজের হয়ে এশিয়ার নারী ক্লাব ফুটবলার সর্বোচ্চ আসর ‘এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ’ খেলতে ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। দক্ষিণ এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন বাংলাদেশ তো বটেই নারী ফুটবলে এই অঞ্চলের কিংবদন্তি ফুটবলার। তার সঙ্গে মারিয়া মান্ডা, মনিকা চাকমা কিংবা ঋতুপর্ণা চাকমারাও নিয়মিত ভালো পারফরম্যান্স উপহার দিচ্ছেন। কদিন আগেই ভুটানের বিপক্ষে তাদের ঘরের মাঠ থেকে দুই প্রীতি ম্যাচেই জয় নিয়ে ফিরে বাংলাদেশ। যেখানে এই চারজনই নজরকাড়া পারফরম্যান্স করেন। তাই তাদের দিকে নজর দিয়েছে ভুটানের ক্লাবটি।
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরের মূল পর্বে খেলবে মোট ১২টি ক্লাব। যেখানে ৮টি ক্লাব সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পাচ্ছে। গ্রুপ পর্বের বাকি ৪টি স্থানের জন্য প্রিলিমিনারী রাউন্ডে খেলবে ১৩টি ক্লাব। যেখানে খেলবে ভুটানের ক্লাবটিও। ঘরের মাঠে প্রিলিমিনারী রাউন্ডে ইরানের ক্লাব বাম খাতুন (২৫ আগষ্ট) এবং হংকংয়ের ক্লাব কিটচের (২৮ আগষ্ট) বিপক্ষে খেলবে রয়েল থিম্পু কলেজ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে গ্রুপ পর্বে খেলার সুযোগ মিলবে।
এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা শঙ্কাতেই ছুটি কিনা জানতে চাইলে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার অবশ্য বলছেন,
‘এখানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তারপরও মেয়েরা চেয়েছে বলেই ছুটি দেওয়া হচ্ছে। শনিবারই জানিয়ে দেওয়া হয়েছিল রোববার থেকে ছুটির কথা। তবে রোববার কেউ যেতে চাননি বাংলাদেশ ফুটবল আলট্রাসের বাফুফে ভবনের সামনে কর্মসূচি থাকার কারণে।’