ঢাকা বিভাগীয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা ও ঢাকা জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিভাগে গাজীপুর জেলা এবং মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিভাগে মানিকগঞ্জ জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।

মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ছেলেদের ফাইনালে গাজীপুর ১-০ গোলে কিশোরগঞ্জকে পরাজিত করে। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও, দ্বিতীয়ার্ধে দুই দল সমানতালে লড়াই চালিয়ে যায়। শেষ মুহূর্তে শাহারিয়ার সাজ্জাদের একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত করে গাজীপুরের ছেলেরা।

অন্যদিকে, মেয়েদের ফাইনালে টাঙ্গাইল ও মানিকগঞ্জের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই হয়। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে ৩-২ ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় মানিকগঞ্জ জেলা।

ফাইনাল শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মমিনুল হাসান, ক্রীড়া পরিদপ্তরের সাবেক সহকারী পরিচালক (প্রশাসন) জনাব তারিকুজ্জামান নান্নু এবং জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।

বিভাগীয় পর্যায়ের সেরা দলগুলোকে নিয়ে পরবর্তীতে জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে মানসম্পন্ন ফুটবলার তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান অতিথি। তিনি আরও জানান, কয়েকজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর উদ্যোগও নেওয়া হবে।

Previous articleনারী ফুটবলার-কোচ দ্বন্দ্ব নিয়ে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য
Next articleনীলফামারী স্টেডিয়াম বরাদ্দ পাচ্ছে বাফুফে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here