তৃণমূলের ফুটবলকে গুরুত্ব দিয়ে নতুন পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রাথমিক ভাবে চার জেলা কাজ শুরু করবে তারা। জেলাগুলো হলো – ফেনী, নীলফামারী, মাদারীপুর ও ঢাকা।

পরিকল্পনা অনুযায়ী প্রতিটি জেলায় ছয়টি ব্যাচের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করবে ফেডারেশন। তিনটি করে ব্যাচ সপ্তাহে তিনদিন করে অনুশীলন করবে। তবে শুক্রবার থাকবে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য৷ এই বিষয়ে বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক ভিডিও বার্তায় জানান, ‘শুক্রবার দিনটা শুধুই ওদের জন্য বরাদ্দ থাকবে। সেইদিন তাদের নিয়ে কাজ করবেন বাফুফের কোচেরা।’

বয়সভিত্তিকভাবে এই ব্যাচগুলোকে ভাগ করা হবে। তিনটি করে গ্রুপ সপ্তাহে তিনদিন করে বাফুফে’র নিয়োগকৃত কোচদের মাধ্যমে অনুশীলন করবে। ছয়টি ব্যাচের মধ্যে চারটি হবে ছেলেদের গ্রুপ এবং দুটি মেয়েদের। এই বিষয়ে আবু নাঈম সোহাগ বলেন, ‘এই চারটি ভেন্যুর প্রতিটিতে ছয়টি ব্যাচ বা গ্রুপকে চূড়ান্ত করা হবে। সেখানে ছেলেদের জন্য চার এবং মেয়েদের জন্য দু’টি গ্রুপ থাকবে। ছেলেদের চারটি ব্যাচে চার বয়সভিত্তিক ক্যাটেগরি থাকবে। এগুলো হবে- ৮ বছর থেকে ১৮ বছর বয়সের মধ্যে। মেয়েদের ক্ষেত্রেও বয়স হবে ৮ থেকে ১৮ এর মধ্যে (৮-১৩ বছর বয়সী একটি এবং ১৩-১৮ বছর বয়সী আরেকটি ব্যাচ)। প্রতি ব্যাচে ছেলেদের সর্বোচ্চ ৫০ জন এবং মেয়েদের ৩০ জন করে খেলোয়াড় থাকবে। তারা বাফুফের নিয়োগকৃত কোচের অধীনে অনুশীলন করবে। প্রতিদিন সর্বোচ্চ ৩টি করে ব্যাচ অনুশীলন করবে। তিনটি ব্যাচ শনি, সোম ও বুধ এবং বাকি তিনটি ব্যাচ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনুশীলন করবে।’

মূলত এএফসি অধীনেই এই প্রকল্প পরিচালিত হবে। আস্তে আস্তে চার জেলা থেকে এর পরিধি বাড়ানো হবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক।

Previous articleকাতারকে উদাহরণ মেনে এশিয়ান কাপ জয়ের স্বপ্ন জামালের
Next articleভারত ও বাংলাদেশ সমান সমান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here