সকল জটিলতা কাটিয়ে ফেলছেন কোচ সাইফুল বারী টিটু। ফলে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ‘এশিয়ান গেমস ২০২৩’ এ নারী দলের কোচ হিসেবে টিটুর নাম নিবন্ধন করেছে। নিবন্ধন কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়ার কারণে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাইফুল বারী টিটু। এশিয়ান গেমসে নারী দলের সফরসঙ্গীও হচ্ছেন তিনি।
নিবন্ধন কাজ সম্পন্ন হওয়ায় বেশ খুশি হয়েছেন টিটু, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)এর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘তিনদিন আগে জানতে পারি আমার নাম নিবন্ধন হয়ে গেছে। বাফুফে এবং বিওএ’র আন্তরিক চেষ্টায় এটা সম্ভব হয়েছে।’
সাইফুল বারী টিটু এর আগে তিনবার এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমসে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেবার খেলোয়াড় হিসেবে গেলেও পরের দুইবার ২০১০ এবং ২০১৪ সালের এশিয়ান গেমসে যান দলের কোচ হিসেবে।
সাইফুল বারী টিটু সদ্য বাংলাদেশ নারী দলের দায়িত্ব পেয়েছেন। এর আগে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের সহকারী কোচের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দলগুলোর কোচের দায়িত্ব পালন করলেও এইবারই প্রথম সাবিনা-কৃষ্ণাদের গুরুর দায়িত্ব পালন করবেন টিটু।