ভুটানের নারী ফুটবল লিগে আগেই গিয়েছিলেন বাংলাদেশের নারী ফুটবলের পরিচিত মুখ সাবিনা খাতুন, সানজিদা আক্তারসহ একঝাঁক খেলোয়াড়। এবার সেই তালিকায় যুক্ত হলেন জাতীয় দলের অন্যতম সেরা ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। ওয়ার্ক পারমিট জটিলতায় কিছুটা বিলম্ব হলেও বুধবার (১৬ এপ্রিল) সকালে তিনি ভুটানের উদ্দেশ্যে রওনা হন।
২০২২ সালে দক্ষিণ এশিয়ার সেরা হয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই ঐতিহাসিক সাফল্যের অন্যতম নায়িকা ছিলেন কৃষ্ণা রানী। তবে ইনজুরির কারণে কিছু সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। চোট কাটিয়ে মাঠে ফিরলেও এখনও নিজেকে ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এবার ভুটানের লিগে অংশ নিয়ে আবারও নিজেকে প্রমাণের সুযোগ পাবেন কৃষ্ণা।
বাংলাদেশের মোট ১০ জন নারী ফুটবলার এবার ভুটানের নারী লিগে অংশ নিচ্ছেন। তারা হলেন—সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, সানজিদা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকার।
তিনটি ভিন্ন ক্লাবে খেলবেন এই ফুটবলাররা।
-
ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও রুপনা চাকমা।
-
পারো এফসিতে দেখা যাবে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমাকে।
-
থিম্পু সিটির হয়ে মাঠে নামবেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।