নারী এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি সারতে শুরু থেকে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার লক্ষ্য ছিল বাংলাদেশের। সে চাওয়া পূরণ হচ্ছে। মিয়ানমারে বাছাই খেলতে যাওয়ার আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার সাথে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আজ নিশ্চিত করেছেন জর্ডানের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলার বিষয়টি,

“জুন-জুলাইয়ের বাছাই সামনে রেখে আমরা ভালো দেশের সাথে খেলার আয়োজনের চেষ্টা করছিলাম। ব্যক্তিগত যোগাযোগ দিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়ার সাথে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে সম্মত হতে পেরেছি। ম্যাচগুলো হবে জর্ডানে। সেখানে দুইটা ম্যাচ খেলব আমরা। প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয়টি ৩ জুন। এ জন্য দল ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা দেবে।”

তিনি আরো বলেন,

“ফিফা ব্যাংকিংয়ে জর্ডান ৭৪তম এবং ইন্দোনেশিয়া ৯৪তম, বাংলাদেশ ১৩৩তম চেয়ে অনেক এগিয়ে। আমরা চেয়েছিলাম, এশিয়ান কাপের বাছাইয়ের আগে আমাদের দল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলুক, তারা তাদের ঘাটতিগুলো বুঝতে পারুক এবং কোচও বুঝতে পারুক দলকে কীভাবে তৈরি করতে হবে।”

বাছাই সামনে রেখে বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে ছাড়াই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন কোচ পিটার জেমস বাটলার। সাবিনা খাতুন, রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমাসহ ১০ জন খেলোয়াড় বর্তমানে ভুটানে রয়েছেন দেশটির লিগে বিভিন্ন দলে খেলার জন্য। জর্ডান সফরে তারা দলের সঙ্গী হবেন কিনা, তা নিশ্চিত করে বলতে পারেননি কিরণ। দল সাজানোর বিষয়টি তিনি পুরোপুরি ছেড়ে দিলেন কোচ বাটলারের উপর। মাহফুজা আক্তার কিরণ জানান,

“ভুটানে যে দশজন গেছে কোচের সাথে এটা নিয়ে আলোচনা হয়নি। কোচের সিদ্ধান্ত, এখানে আমি হস্তক্ষেপ করব না। কোচ যেটা মনে করবেন, যেভাবে ইচ্ছা দল সাজাবেন, সেটা তিনি ঠিক করবেন। কোচের চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।”

আগামী ২৬ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের বাছাই শুরু করবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে দলের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান।

Previous articleজটিলতা কাটিয়ে ভুটান গেলেন কৃষ্ণা
Next articleপ্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন দুই নারী ফুটবলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here