গতকাল সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে অসীমের উদ্দেশ্যে পাড়ি জমান স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। আজ মঙ্গলবার তার শেষ বিদায় অনুষ্ঠিত হয়। যেখানে সামিল হন খেলার জগতের ব্যক্তিবর্গরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।
গত রবিবার হৃদযন্ত্রের সমস্যা আক্রান্ত হলে জাকারিয়া পিন্টুকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার আরো কিছু শারীরিক সমস্যা ধরা পড়লে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ মঙ্গলবার জাকারিয়া পিন্টুর দুইটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রথমটি তার অনুষ্ঠিত হয় তার প্রিয় ক্লাব মোহামেডানে, দ্বিতীয়টি বাফুফে ভবনের মাঠে। তাকে শেষ বিদায় জানাতে তার জানাজায় সামিল হয়েছিলেন তার সতীর্থ ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
দীর্ঘদিন ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৪৩ সালের ১ জানুয়ারি নওগাঁয় জন্ম নেওয়া এই কিংবদন্তি ফুটবল শুরু করেছিলেন পঞ্চাশের দশকের শেষ দিকে। ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানে। সেই ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডাগআউট সামলেছেন জাতীয় দলেরও। সেই ক্লাবেই কিংবদন্তিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন সাবেক সতীর্থরা।