আজ (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ন্যাশনাল টিমস কমিটির ভার্চ্যুয়াল সভা এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ও কমিটির উপ-চেয়ারম্যান তাবিথ আউয়াল, বাফুফে এক্সিকিউটিভ কমিটির সদস্য ও টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাঈম সোহাগ, বাফুফে মিডিয়া কমিটির সহ-সভাপতি ডাঃ আলী এমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় জাতীয় দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তসমূহ হলো :
১) জাতীয় দলের সকল সদস্য সোমবার (১০ আগস্ট) দুই বার স্বীকৃত দুইটি চিকিৎসা কেন্দ্র/হাসপাতাল থেকে দ্বিতীয়বারের মতো কোভিড -১৯ পরীক্ষা করবেন।
২) রিপোর্ট না আসা পর্যন্ত সকল খেলোয়াড় আইসোলেশনে থাকবেন ।
৩) বিদেশি কোচিং কর্মীরা আগস্ট ১৭ তারিখে ঢাকা আসবেন। তাদেরও কোভিড -১৯ পরীক্ষা করা হবে।
৪) ক্যাপ্টেন জামাল ভূঁইয়া এখন ডেনমার্কে আছেন। তিনি আগস্ট আগস্ট ৩১ তারিখে এখানে আসবেন বলে আশা করা হচ্ছে।
৫) তারিক কাজী এখন ফিনল্যান্ডে আছেন। তিনি আগস্ট ১৯ তারিখে এখানে আসবেন বলে আশা করা হচ্ছে।
৬) গত আগস্ট ৬ তারিখের ভুল রিপোর্টগুলো ছিল চিকিৎসা কেন্দ্রের প্রযুক্তিগত ত্রুটির ফলাফল।