আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এই ম্যাচ সামনে রেখে পুরোদমে প্রস্তুত হচ্ছে ঢাকাস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। দীর্ঘদিন ধরে সংস্কারাধীন থাকা এই স্টেডিয়ামটি এখন নতুন রূপে ফিরতে যাচ্ছে। বসানো হয়েছে নতুন চেয়ার, আধুনিক ফ্লাড লাইট – ড্রেসিংরুমেও এসেছে আধুনিকতা।

ম্যাচের দেড় মাস আগেই স্টেডিয়ামের সর্বশেষ অবস্থা দেখতে ঢাকায় আসেন সিঙ্গাপুর ফুটবল দলের ম্যানেজার এরিক অং। ঘুরে ফিরে স্টেডিয়ামের বিভিন্ন অংশ দেখার পর তিনি জানালেন, ‘আশা করছি, খুব সুন্দর একটা স্টেডিয়াম হতে যাচ্ছে। এখানে প্রথম ম্যাচটা আমরাই খেলবো।’

ড্রেসিংরুম পরিদর্শনের সময় তিনি জানতে চান, ম্যাসাজ টেবিল ও বৈদ্যুতিক লাইন দেওয়া হবে কি না। সবশেষে আশাবাদ ব্যক্ত করে এরিক বলেন, ‘এখানকার সুযোগ-সুবিধাগুলো অন্যরকম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলার মাঠ, যেখানে দুই দলই ভালো ম্যাচ খেলার চেষ্টা করবে। মাঠ নিয়ে মন্তব্য করাটাও ঠিক হবে না। কারণ স্টেডিয়ামের কাজ এখনো শেষ হয়নি। কাজ যখন শেষ হবে, তখন একটা ভালো মাঠ হবে বলে আশা করি।’

তার সঙ্গে স্টেডিয়াম পরিদর্শনে ছিলেন বাফুফে সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন। তিনি বলেন, ‘এখনও কোনও কিছু শেষ হয়নি। মে মাসের প্রথম সপ্তাহে আমরা স্টেডিয়াম বুঝে পাবো। তখন সব কাজই শেষ হয়ে যাবে। ১০ তারিখের আগে মাঠ প্রস্তুত হয়ে যাবে। সবকিছু দেখে তাকে (এরিক) খুশিই মনে হয়েছে।’

দর্শক ও খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের পরিবেশ নিশ্চিত করতে বাফুফে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন অপেক্ষা ১০ জুনের, যেখানে নতুন রূপে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরবে। একইসঙ্গে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামবেন হামজা চৌধুরী। সম্ভাবনা রয়েছে সামিত সোমের। তাই জুনের আগেই জাতীয় স্টেডিয়ামকে পুরোদমে প্রস্তুত করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা বাফুফের।

Previous articleযশোরে শুরু যুবাদের অনুশীলন ক্যাম্প; লক্ষ্য সাফ শিরোপা!
Next articleবাফুফের প্রধান অর্থ কর্মকর্তার পদত্যাগে আলোড়ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here