নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া তিন জাতি ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছে ফুটবলাররা। আগামীকাল অনুশীলন নেই তাদের। হোটেলে জিম ও সুইমিং করবে খেলোয়াড়রা।
৩১ জন খেলোয়াড়ের মধ্যে আজ রিপোর্ট করেছে ২৭ জন। জামাল ভুঁইয়া এখনও ভারত থেকে ফিরেন নি। আগামীকাল ক্যাম্পে রিপোর্ট করার কথা রয়েছে বাকি তিন ফুটবলার আশরাফুল রানা, মোহাম্মদ আবদুল্লাহ ও আনিসুর রহমান জিকোর।
নতুন খেলোয়াড়দের নিয়ে দল গড়ায় নিজেদের মধ্যে বোঝাপড়ার একটা সমস্যার কথা আসলেও তা নিয়ে চিন্তিত নয় দল এমনটা জানান ডিফেন্ডার রহমত মিয়া। তিনি বলেন, ‘আমরা একসাথে জাতীয় দলে না খেললেও লীগে খেলছি। এছাড়া বয়সভিত্তিক দলগুলোতে অনেকে একসাথে খেলেছি। তাই কোন সমস্যা হবে বলে মনেহয় না।’