বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচের দায়িত্ব নিতে যাচ্ছে সাবেক জাতীয় দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
১৯৯৭ সালে জাতীয় দলের গোল পোস্টের নিচে দাড়ান তিনি। দেশের হয়ে খেলেছেন আটটি সাফ চ্যাম্পিয়নশিপ। ২০১৩ সাল পর্যন্ত ফুটবল খেলেন বিপ্লব। দুই বছর ধরে কাজ করছেন শেখ জামাল ডিসি’র গোলরক্ষক কোচ হিসেবে। বিপ্লব গোলকিপিংয়ে ‘বি’ কোর্স লাইসেন্স সম্পন্ন করেছেন।
নিজের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত বিপ্লব বলেন,
‘জাতীয় দলের গোলকিপিং কোচ হব, এটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। আমি জাতীয় দলের জন্যই ক্লাবের কোচিং ছেড়ে দিয়েছি। আমার চুক্তি এক বছরের। একজন ফুটবলার হিসাবে দীর্ঘ ক্যারিয়ার আমার। সবার একটা স্বপ্ন থাকে। এত বছর খেলেছি। আমার অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো মানের গোলকিপার বের করে আনবো।’