নেপাল সফরে জাতীয় দলের ম্যানেজার হলেন মোঃ ইকবাল হোসেন। জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ম্যানেজারের নামটি ছিল অজানা । দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে বাফুফে সদস্য আমের খানকে ম্যানেজার নিয়োগ দিয়েছিল ফুটবল ফেডারেশন।
এবার নেপাল সফরে কে হচ্ছেন জাতীয় দলের ম্যানেজার এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল চারিদিকে। আমের খানকে ম্যানেজার করবে না সেটা অনুমেয়ই ছিল। তাহলে কি আবার রুপুকে ফিরিয়ে আনা হচ্ছে? এমন গুঞ্জনও ছিল।
তবে সব গুঞ্জন উড়িয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাফুফের সাবেক সদস্য মোঃ ইকবাল হোসেনকে নেপাল সফরে ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে।ইকবাল এর আগেও চার বছর ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্বটা তার জন্য নতুন নয়।
দায়িত্ব পাওয়ার পর ইকবাল হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ফেডারেশন আমাকে দায়িত্ব দিয়ে সম্মানিত করেছে। আমি চেষ্টা করব দলটাকে ভালো ফলাফল পেতে সহযোগিতা করার। কারণ, আমার এখন রেজাল্ট দরকার।’