কিরগিস্তানের ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন এক নতুন প্রবাসী ফুটবলার। হঠাৎই বাংলাদেশের ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন তিনি। কে এই ফুটবলার? হঠাৎই কোচ জেমি কেন নিজের দলে চাইছেন তাকে? এমন প্রশ্নের উত্তর খোঁজা চেষ্টার জেমির সাথে আলাপচারিতা।
রাহবার খান নামের এক কানাডা প্রবাসী ফুটবলাকে দলে চেয়ে তার বর্তমান ক্লাবের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কানাডার নর্থ টরেন্টো নিট্রোস ক্লাবে খেলেন তিনি। মূলত তার ভিডিও দেখেই সন্তুষ্ট হয়েছেন জেমি ডে। তবে পরখ করতেই তাকে আনা হচ্ছে বলে জানা কোচ।
অফসাইডকে জেমি বলেন, ‘আমি মূলত দেখতে চাই আমাদের কাছে থাকা খেলোয়াড়দের তুলনায় সে ভালো কিনা।’
রাহবার খান একজন মিডফিল্ডার। তার কৌশল জেমির মনে ধরেছে, ‘সে ট্যাকনিক্যালি একজন ভালো খেলোয়াড় যে ভালো পাস দিতে জানে এবং উপরে উঠে এটাকিং খেলোয়াড়দের সাপোর্ট দেয়।’
কানাডা থেকে সরাসরি যোগ দিবে রাহবার। মালদ্বীপ অবস্থানরত বসুন্ধরা কিংসের যে খেলোয়াড়রা জাতীয় দলে ডাক পাবে তারা মালে থেকে সরাসরি চলে যাবেন কিরগিজস্তান। এছাড়া বাকি ফুটবলাররা দেশ থেকে কোচিং স্টাফ সহ রওনা হবে।