সোল দে মায়োর সৌভাগ্যটা যেনো বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে। সোল দে মায়োতে যোগ দেওয়া পর প্রথম ম্যাচে জয়সূচক গোল করে জিতেছিলো জামাল। কিন্তু এরপর টানা দুই ম্যাচে খেলেননি জামাল। ভাগ্যের পরিহাসে সেই দুই ম্যাচেই পরাজিত হয়েছে মায়ো। পরবর্তীতে আজকে সানসিনেনা দোপার্তিবোর বিপক্ষে দলে জায়গা পায় জামাল। জামালের সাথে সাথেই সোল দে মায়োও জয়ের ভাগ্য ফিরে পেয়েছে। সানসিনেনাকে তারা ৪-২ গোলে পরাজিত করে।
ম্যাচ শুরুর একেবারে ৩ মিনিটের মাথায় এগিয়ে যায় সানসিনেনা। সানসিনেনার হয়ে গোলটি করেন ডেভিড এজিকুয়েল ভেলিজ। এরপর ম্যাচ ফিরতে কিছুটা সময় নেয় সোল দে মায়ো। ১৪ মিনিটের সময় মায়োর গোল মেশিন ফার্নান্দো ভালদেবেনিতোর গোল করে মায়োকে ম্যাচে ফিরিয়ে আনে।
ম্যাচের ২৫ মিনিটে জামাল ম্যাজিকে খেলায় লিড এগিয়ে যায় সোল দে মায়ো। বক্সের ভেতরে সানসিনেনার রক্ষণভাগের খেলোয়াড়ের হাতের বল লাগলে রেফারী সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজায়। এরপর পেনাল্টি থেকে গোল করে খেলার ব্যবধান ২-১ করেন জেবি সিক্স। ৪৪ তম মিনিটে আবার গোল করে বসে সোল দে মায়ো। রেভিরিও জোনাথানের ফ্রিক থেকে সোল দে মায়ো হয়ে এই গোলটি করেন মিডফিল্ডার লোপেজ সান্তিয়াগো। ব্যবধান ৩-১ এ রেখে প্রথমার্ধের খেলা শেষ করে মায়ো।
বিরতিতে থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে মায়ো হয়ে রেভিরিও জোনাথন ডাইরেক্ট ফ্রি কিক থেকে গোল করলে ম্যাচে ৪-১ গোলে এগিয়ে থাকে আর্জেন্টাইন এই ক্লাবটি। খেলার একদম শেষ মিনিটে লিওনেল ইরিয়ার্তা সানসিনেনার হয়ে আরো একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় দিয়েই মাঠ ছাড়ে সোল দে মায়ো।