ফিফা প্রীতি ম্যাচে আজ নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দশরথে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে ম্যাচ।কাঠমাণ্ডুর এই মাঠে স্বাগতিকদের হৃদয় ভেঙে দিয়ে সাবিনা-কৃষ্ণারা দেশে ফিরেছেন শিরোপার গৌরব নিয়ে। এবার জামাল ভূঁইয়াদের সামনে নেপাল পরীক্ষা।এই ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবে র‌্যাংকিংয়ে ১৭৬তম স্থানে থাকা নেপালের মানসিকভাবে ভালো অবস্থানে থাকার কথা। বাংলাদেশের অবস্থান ১৯২ নম্বরে। বাংলাদেশের জন্য নেপাল সব সময় কঠিন প্রতিপক্ষ। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে বাংলাদেশ। ২৭ ম্যাচের ১৩টি জিতেছে বাংলাদেশ। বিপরীতে নেপালের জয় আটটি, বাকি পাঁচটি ড্র। নেপালের বিপক্ষে জয় প্রায় দুই বছর আগে ঢাকায়। ২০২০ সালের ১৩ নভেম্বর প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২-০ গোলে।

সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে বলে আশা প্রকাশ করেছেন। জামাল ভূঁইয়া বলেন, ‘এই দুই ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি ভালো। আমরা কম্বোডিয়ায় ম্যাচ খেলে এসেছি এবং নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত। তিনি নেপালকে সম্মান রেখেই বলেছেন, আমাদের আত্মবিশ্বাস আছে। তবে নেপাল হোম টিম, তাদের আমরা সম্মান করেই খেলতে নামবো। আমরা এই ম্যাচের জন্য প্রস্তুত।’

হাভিয়ের কাবরেরা বলেন, ‘নেপালে আছি চার দিন ধরে। তিনটির মতো প্র্যাকটিস সেশন শেষ করেছি। এত দিনের ট্রেনিং এবং কম্বোডিয়ার ম্যাচ আমাদের ফুটবলারদের উজ্জীবিত করেছে। ছেলেরা আরেকটি ইতিবাচক ম্যাচের কথা ভাবতে পারছেন। এই ভাবনায় জয় ছাড়া অন্য কিছু নেই।’

Previous articleপ্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলাই মূল লক্ষ্য: জামাল
Next articleনেপালের কাছে বিধ্বস্ত বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here