বছরের শেষ ফিফা উইন্ডোতে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে শনিবার প্রথমদিনের অনুশীলন সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাঠে হচ্ছে এবারের জাতীয় দলের ক্যাম্প। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের জন্য প্রায় তিন সপ্তাহ সময় পেয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। এরইমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন ডাক পাওয়া ২৭ ফুটবলার। তবে ফরোয়ার্ড সুমন রেজা রিপোর্টিং ও নৈশভোজ করে ক্যাম্প ছেড়ে বিমানবাহিনীতে গিয়েছেন। আজ অনুশীলনে ছিলেন না। ডেনমার্ক থেকে ফিরে সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন জামাল ভুঁইয়া। ফিনল্যান্ড থেকে ফিরে তারিক কাজীও যোগ দিয়েছেন ক্যাম্পে।
লিগ শেষে প্রায় ২৫ দিনের বিরতি শেষে আবারো একসাথে হয়েছেন ফুটবলাররা। অনুশীলনের প্রথম দিনটা তাই সবাই কাটিয়েছেন ফুরফুরে মেজাজে। তবে জাতীয় দলের ফিফা র্যাংকিং নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। অনুশীলন শেষে সংবাদমাধ্যমে জামাল ভুঁইয়া বলেন, ‘অনেক দিন পর একসঙ্গে অনুশীলন করেছি। ভালো লাগছে। ফিফা র্যাংকিংয়ে আমরা এখন ১৯২তম। আমরা সবাই চাই উন্নতি। ৬ পয়েন্ট পেলে সামনে এগিয়ে যেতে পারবো। আমি ফুটবল প্রেমীদের কাছে দুঃখ প্রকাশ করছি যে, আমরা র্যাংকিংয়ে অনেক নিচে আছি।’
নিচের দিকে থাকলেও সামনের মাচ দুটি জিতে র্যাংকিংয়ে উন্নতি করতে চান জামাল। এবং ম্যাচ দুটির আগে ৩ সপ্তাহের অনুশীলন ক্যাম্প নিয়েও সন্তুষ্টির কথা জানান লাল সবুজের দলপতি, ‘আমরা সবাই জেতার জন্য এসেছি। এখন ভালো প্রস্তুতি দরকার। তিন সপ্তাহ যথেষ্ট। সবাই চায় আমরা সামনে এগিয়ে যাই। আমরা ভালো ফুটবল খেলতে পারি তা প্রমাণ করেছি। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে আমাদের জয়ের সম্ভবনা থাকবে। ফিফটি-ফিফটি বলবো।’
তবে ফরোয়ার্ড সুমন রেজাকে নিয়ে অস্বস্তিতে রয়েছে বাফুফে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রয়েছে আন্তঃবাহিনী ফুটবল টুর্নামেন্ট। বিমানবাহিনী সেই টুর্নামেন্টের আয়োজক। সুমন বিমানবাহিনীর অন্যতম সেরা ফুটবলার। তাই সুমনকে জাতীয় দলে খেলার জন্য এখনো ছুটি দেয়নি বিমান বাহিনী। তবে সুমন রেজাকে জাতীয় দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী দলের ম্যানেজার ইকবাল হোসেন, ‘সে বিমানবাহিনীতে গিয়েছে ছুটি নিয়ে আলোচনা করার জন্য। আমরা ফেডারেশন থেকেও জাতীয় স্বার্থে তাকে ছুটি দেয়ার বিষয়ে বিমানবাহিনীর সঙ্গে আলোচনা করছি।’
শেষ পর্যন্ত সুমন জাতীয় দলে খেলার জন্য ছুটি না পেলে তার পরিবর্তে বিকল্প নেয়ার কথা ভাবছেন না কোচ হাভিয়ের ক্যাবরেরা, ‘আমি এখনই বিকল্প ভাবতে চাই না। আশা করি সে আমাদের সঙ্গে অনুশীলনে ফিরতে পারবে।’ এছাড়া লিগ শেষ হওয়ার পর ফুটবল থেকে ফুটবলারদের প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে দূরত্বে থাকায় ফিটনেসে ঘাটতির কোনো প্রভাবও দেখছেন না ক্যাবরেরা, ‘ফুটবলারদের বিশ্রামেরও প্রয়োজন রয়েছে। বিশ্রাম কাটিয়ে আবার ফুটবলে ফিরেছে। ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই।’