মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের প্রথম ম্যাচে আজ নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমার্ধ শেষে নাবিব নেওয়াজ জীবনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই নেপালের তুলনায় ভালো খেলে বাংলাদেশ। খেলার দশম মিনিটেই লিড নেয় টাইগাররা। সাদ উদ্দিনের ক্রসে প্রথম পোস্টে জোড়ালো শটে গোল করেন নাবিব নেওয়াজ জীবন।
গোলের পর আরো আক্রমনাত্মক হয় বাংলাদেশ। ম্যাচে ২০ তম মিনিটে রাইট উইং থেকে অসাধারণ ক্রস করেন জীবন। এতে দ্বিতীয় বারে ফাঁকা পোস্টে হেড করেন ইব্রাহীম। কিন্তু দৌড়ে এসে তা ফাঁকা গোল থেকে ফিরিয়ে দেন নেপালি ডিফেন্ডার। এর তিন মিনিট পরই বিশ্বনাথের লং থ্রো থেকে হেড করেন নেপালের বক্সে থাকে তপু বর্মন কিন্তু তা অল্পের জন্য প্রথম পোস্টের পাশ দিয়ে চলে যায়।
ম্যাচের ২৫ তম মিনিটে বাংলাদেশের ডিফেন্সে একটি বল জিতে বক্সে ডুকে পরেন নেপালের পাশয়ান।কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগটি নষ্ট হয় তাদের। এর দুই মিনিট পরই নেপালের ডি বক্সের অনেকটা বাইরে থেকে পোস্টে জোড়ালো শট নেন মানিক মোল্লা। অসাধারণ দক্ষতায় বা দিকে ঝাপিয়ে বাংলাদেশকে গোলবঞ্চিত করেন নেপালের গোলরক্ষক কিরন।
এরপর দুদলই কিছু আক্রমন করলেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে যায় বাংলাদেশ দল।