কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গড়ে উঠছে সেন্টার অফ এক্সিলেন্স। এটি একটি এলিট ফুটবল একাডেমী।যেখানে খেলোয়াড়দের ট্রেনিং দেয়ার পাশাপাশি একজন পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সংস্কার ও এলিট একাডেমীর অগ্রগতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান ভূঁইয়া (মানিক) এবং সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ।
পরিদর্শনে এসে জনাব আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘চলতি জুনের মধ্যে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এলিট একাডেমি শুরু করা হবে।’ বাফুফের সাধারণ মোঃ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘বর্তমানে এখানে ৫০ জনের আসন রয়েছে এবং ভবিষ্যতে এর সংখ্যা আরো বাড়ানো হবে।’
স্টেডিয়ামের কার্যক্রম পরিদর্শনে আরো গিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব আখতার হোসেন, অতিরিক্ত সচিব জনাব তাজুল ইসলাম চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকতাবৃন্দ। স্টেডিয়ামের ও এলিট একাডেমীর কার্যক্রম নিয়ে যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘তারা জুনের মধ্যেই সব কাজ শেষ করে বাফুফেকে বুঝিয়ে দেবেন।’
উল্লেখ্য প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফের এলিট একাডেমির জন্য স্টেডিয়াম সংস্কার করছে।