আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই লীগ শেষ করার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লীগ কমিটি। এর পরপরই শুরু হবে স্বাধীনতা কাপের আসর।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে পেশাদার লীগ কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানায় কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। এছাড়াও আগামীকাল ৮ মার্চ হতে শুরু হয়ে ৭ এপ্রিল পর্যন্ত চলবে প্রিমিয়ার লীগের দ্বিতীয় পর্বের দলবদল। দ্রুতই দ্বিতীয়পর্বে সূচী প্রণয়ন করা হবে বলে জানান তিনি।
১৫ জুলাইয়ের মধ্যে লীগ শেষ করে শুরু হবে মৌসুম দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল সমাপ্তির টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। স্বাধীনতা কাপে লীগের ১৩ দলের পাশাপাশি বাছাই পর্ব পেরিয়ে অংশ নিবে জেলা ও সার্ভিসেস দলগুলোর মধ্য থেকে চারটি দল। ফলে ১৭ দল নিয়ে হবে এবারের আসর।
স্বাধীনতা কাপের পর আগামী আগস্ট মাসে করা হবে বাফুফে অনুর্ধ্ব ১৮ ফুটবল লীগ, যেখানে খেলতে প্রিমিয়ার লীগের দলগুলোর বয়সভিত্তিক দল।